আইদি পরিবহনের রোড ফারমিট পেতে এক মাসের আলটিমেটাম
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে আইদি পরিবহনের রোড ফারমিট পেতে এক মাসের আলটিমেটাম দিয়েছে মালিকপক্ষ। সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে বিগত ১ বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড ফারমিট না পাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে চাঁদপুরের আইদি বাস মালিক কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে শাহরাস্তি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিকপক্ষ দাবী করেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। চঁদপুর জেলা প্রশাসনের অনুমোদন পেলেও তৎকালীন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিল্লা জেলা প্রশাসন অনুমোদন দেয়নি। এতে পরিবহনটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক মাসের মধ্যে অনুমোদন না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।