মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ
মতলব উত্তর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী জানান, ২০২৪-২৫ অর্থ বছরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্য আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে মতলব উত্তর উপজেলার ১০ হাজার ৬৪৩জন কৃখশ ক্ষতিগ্রস্থ হয়।