শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বাড়ছে পানি, দুর্ভোগ ও আতংকে মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৪ | ৭:২২
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৪ | ৭:২২
Link Copied!

শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে বাড়ছে পানি। এতে দুর্ভোগ ও আতংকের মধ্যে লক্ষাধিক মানুষ।

 

সোমবার সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটছে অনেকেই। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা ও গত দুই দিনে লক্ষীপুর ও নোয়াখালী থেকে আসা পানি বেড়েছে কয়েক ফুট। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বেড়িবাঁধে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানি বন্দি কয়েক হাজার মানুষ। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাউল বিতরণ করা হচ্ছে। প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সার্বিক তদারকি ও শুকনো খাবার ও ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি।

বিজ্ঞাপন

 

বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রসাশন থেকে সহযোগীতা করা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২৫টি পরিবার, ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, মালিগাঁও উচ্চ বিদ্যালয়, দেশগাঁও ডিগ্রি কলেজ ও নাসিরকোটের একটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার আশ্রয় নিয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গল্লাক ডিগ্রি কলেজ, বোয়ালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে তিন শতাধিক পরিবার। এছাড়া শাহরাস্তি উপজেলার মনিপুর ও সূচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে অর্ধশত পরিবার। জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ বলেন, চাঁদপুরে ইতোমধ্যে ৪২ টি ইউনিয়ন পানিবন্দি হয়ে দুভোগে আছেন।

 

বিজ্ঞাপন

প্রশাসন থেকে ৮৪ মেট্টিক টন চাউল ও নগদ সাড়ে তিন লাখ টাকা বিতরণসহ শুকনো খাবার দেয়া হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঁদপুর মডেল থানায় ছাত্রদের হট্টোগল: শতাধিক ব্যাক্তির নামে মামলা ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচছা খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক ব্রাজিল যেন শুধু হারতেই মাঠে নামে আইফোন ১৬ সিরিজে নতুন কী আছে? মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট