শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বাড়ছে পানি, দুর্ভোগ ও আতংকে মানুষ
শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে বাড়ছে পানি। এতে দুর্ভোগ ও আতংকের মধ্যে লক্ষাধিক মানুষ।
সোমবার সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটছে অনেকেই। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা ও গত দুই দিনে লক্ষীপুর ও নোয়াখালী থেকে আসা পানি বেড়েছে কয়েক ফুট। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বেড়িবাঁধে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানি বন্দি কয়েক হাজার মানুষ। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাউল বিতরণ করা হচ্ছে। প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সার্বিক তদারকি ও শুকনো খাবার ও ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি।
বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রসাশন থেকে সহযোগীতা করা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২৫টি পরিবার, ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, মালিগাঁও উচ্চ বিদ্যালয়, দেশগাঁও ডিগ্রি কলেজ ও নাসিরকোটের একটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার আশ্রয় নিয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গল্লাক ডিগ্রি কলেজ, বোয়ালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে তিন শতাধিক পরিবার। এছাড়া শাহরাস্তি উপজেলার মনিপুর ও সূচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে অর্ধশত পরিবার। জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ বলেন, চাঁদপুরে ইতোমধ্যে ৪২ টি ইউনিয়ন পানিবন্দি হয়ে দুভোগে আছেন।
প্রশাসন থেকে ৮৪ মেট্টিক টন চাউল ও নগদ সাড়ে তিন লাখ টাকা বিতরণসহ শুকনো খাবার দেয়া হয়েছে।