সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান পরিস্থিতে সারাদেশের ন্যায় এ উপজেলাতেও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করা ও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মৌলি মন্ডল’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথি বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে একসাথে কাজ করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় নেওয়া হবে। আপনাদের রাজনীতি হউক গণমানুষের জন্য, ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে।