চাঁদপুরে ৩২৪ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
আজ বুধবার যেকোন সময় আঘাত আনতে পারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফান। চাঁদপুরেও এর প্রভাব শুরু হয়ে গেছে। থেমে থেমে হচ্ছে বৃষ্টি।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, নদী এলাকায় সতর্কীকরণে মাইকিং করা হচ্ছে। চরাঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যার নং ০৮৪১-৬৩৫৯৬। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর, দক্ষিণসহ জেলার সকল উপজেলায় মোট ৩২৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
জরুরি খাদ্যসহায়তা হিসেবে জিআর ১০০ মে. টন চাল, জিআর ক্যাশ ২ লাখ টাকাসহ শুকনো ও শিশু খাবারও রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় কোস্টগার্ড, নৌ পুলিশ, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট সদস্যরাও প্রস্তুতি নিয়েছে।