মতলব উত্তরে ১০ লিটার চোলাই মদ’সহ গ্ৰেফতার দুই
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
মতলব উত্তর উপজেলায় ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গ্ৰেফতারকৃতরা হলো- মামুন(৩৮) ও মন্নান(৫৪)।
শনিবার (১৩-জুলাই) ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড পাচঁগাছিয়া গ্ৰামের জলিল প্রধানীয়া বাড়ীর মামুন এর বসত ঘরের থেকে তাদের গ্ৰেফতার করে পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়।
গ্ৰেফতারকৃত মামুন পাঁচগাছিয়া জলিল প্রধানের বাড়ির সাইজ উদ্দিন প্রধানের ছেলে ও মন্নান জীবগাঁও গ্ৰামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেফতারকৃতরা জানায়, মামুন এর দেখানো মতে, তার বসত ঘরের খাটের নিচ থেকে দেশীয় তৈরী চোলাই মদ ১০ লিটার ৫টি প্লাস্টিকের বোতলের মধ্যে প্রতিটি বোতলে ২ লিটার করে যার মূল্য অনুমান প্রতি লিটার ৫শ টাকা।
গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; জি আর নং-২০৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; সময়- ০৭.১০ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।