মেসির দুই পাসে দুই গোল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৪ | ৮:৫০
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৪ | ৮:৫০
Link Copied!

আর্জেন্টিনা শেষ পর্যন্ত কানাডাকে আজ ২-০ গোলে হারাতে পেরেছে, এতটুকুই যা স্বস্তি পেতে পারেন কোচ লিওনেল স্কালোনি। কানাডার বিপক্ষে ম্যাচটা কাগজে কলমে যতটা সহজ, কদিন আগেই কানাডার দায়িত্ব নেওয়া জেসি মার্শের অধীনে হাই-প্রেসিং ফুটবল খেলা কানাডা তার চেয়ে বড় পরীক্ষা নেবে আর্জেন্টিনার – সেটা অনুমিতই ছিল।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা বেশ ভুগেছে বটে। এমনকি কানাডা প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের তৈরি করা সুযোগগুলোর কয়েকটি কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা হেরেই যেতে পারত!

তা হয়নি, বরং শেষদিকে গোল মিসের হতাশা আর গোলের আনন্দের মিশ্র অনুভূতি হয়েছে আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধেই ৬৬ ও ৭৯ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে সে হতাশা আর্জেন্টিনা ভুলেছে মেসিরই দুই পাসে।

বিজ্ঞাপন

স্কোরশিটে মেসির নাম নেই। ৪৯ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় গোলটা পেয়েছে তাঁরই বদলি হিসেবে নামা লওতারো মার্তিনেসের সৌজন্যে ৮৮ মিনিটে। এর মধ্যে শুধু মার্তিনেসের গোলটিতেই অ্যাসিস্ট লেখা হবে মেসির নামে। তবে আর্জেন্টিনা পেছনে ফিরে তাকালে দেখবে, তাদের জয়ের কারিগর ঘুরেফিরে সেই মেসিই।

৪৯ মিনিটে কানাডা বক্সের সামনে থেকে মেসির দারুণ থ্রু খুঁজে নেয় বক্সে ঢুকতে থাকা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। তবে এরপর ম্যাকঅ্যালিস্টার দারুণ দক্ষতা দেখিয়েছেন। মেসির পাস ম্যাকঅ্যালিস্টার ধরে ফেলার আগেই গোলকিপার এগিয়ে এসে ম্যাকঅ্যালিস্টারের শট নেওয়ার জায়গা ও কৌণিক সুবিধা আর রাখেননি। তা বুঝতে পেরে প্রথম স্পর্শেই পায়ের ওপরের ভাগের পাসে বলটাকে ডানে থাকা আলভারেসের দিকে বাড়িয়ে দিলেন। গোলকিপার ছুটে আসায় তাঁর সঙ্গে বেশ জোরেই ধাক্কা খেয়েছেন ম্যাকঅ্যালিস্টার, ব্যথাও পেয়েছেন। তবে তাঁর পাস ততক্ষণে আলভারেসের কাছে চলে যাওয়ায় পোস্টটা ফাঁকাই পেয়ে যান আলভারেস। এরপর কাজটা তো সহজ।

এরপর ৮৮ মিনিটে মেসিরই আরেক দারুণ থ্রু তেমনি দুর্দান্ত ফিনিশিংয়ে কানাডা গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে জালে পাঠিয়ে দেন মার্তিনেস।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার দুই স্ট্রাইকারের গোলখরা টুর্নামেন্টের আগে একটা বড় মাথাব্যথা ছিল স্কালোনির। আলভারেসের আজকের গোলটি তো সেই কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে গোলের পর আর্জেন্টিনার জার্সিতে তাঁর প্রথম, মার্তিনেস অবশ্য ৭৭৭ দিনের গোলখরা কাটিয়েছেন টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
আপনি কি সফল মানুষ? মিলিয়ে নিন পাঁচ বৈশিষ্ট্য হাজীগঞ্জের রান্ধুনীমুড়া হাইস্কুল মাঠে ১০,১১ও ১২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় বাথরুমের জানালায় আটকা বাংলাদেশি কুমিল্লায় বাসস্ট্যান্ড দখলে নিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি লাভের গুড় খাচ্ছেন ব্যবসায়ীরা, কবে ঘুচবে ক্রেতার অস্বস্তি? ১২৪ এজেন্সির নিবন্ধিত হজযাত্রী নেই, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক, ১৪ নৌকা জব্দ কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাদের সংবর্ধনা মমতাজসহ আওয়ামী লীগের ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দীর্ঘদিন পরে সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী মনির খান’ রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবার ৬ জন দগ্ধ শাপলা চত্বরে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে: চাঁদপুরে মামুনুল হক রাজারগাঁও ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ আটক ২ মা-ইলিশ রক্ষায় প্রয়োজন কঠোর নজরদারি ও সচেতনতা …… মোঃ রনি ঘুর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় চাঁদপুরে প্রস্তুত ৪৬৪ আশ্রয়কেন্দ্র চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা মসজিদের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে ঝড় বৃষ্টি : সবরুটে লঞ্চ চলাচল বন্ধ