মতলবে ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপন মহড়া
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে গত (১৬ সেপ্টেম্বর) রোজ বুধবার সকাল ১১ টায় মতলব দক্ষিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্তৃক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নির্দেশক্রমে পরিষদ চত্বরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি নির্বাপন মহড়ায় সার্বিক নেতৃত্ব প্রদান করেন স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর। জানা যায় যে, অগ্নি নির্বাপন মহড়ায় অগ্নি নিয়ন্ত্রন কৌশল বা মোকাবেলা সম্পর্কে সকলের সম্মুখে সহজবোধ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি অগ্নিনিয়ন্ত্রক আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে বস্তুনিষ্ঠ ধারনা প্রদান করা হয়। অগ্নি নিয়ন্ত্রনের ক্ষেত্রে হাতে বহন যোগ্য এক্সটিং গুইসার ও ভেজা কাঁথা বা পাটের বস্তা দিয়ে অগ্নি নিয়ন্ত্রন পদ্ধতি ।
সম্পর্কে বাস্তব ধারনা প্রদান করা হয়। পাশাপাশি অগ্নিকান্ড হতে উদ্বার বিষয়ক কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করা হয়। উক্ত অগ্নি নির্বাপন মহড়ায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী ও মতলব ফায়ার স্টেশনের সকল চৌকস সদস্যবৃন্দ।