ধর্ম নিয়ে প্রতারনা করছে নারু সরকার, বিপাকে স্ত্রীরা
হাজীগঞ্জ উপজেলায় ধর্ম নিয়ে প্রতারনা করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যক্তি মুসলিম পরিচয়ে একাধিক নারীর সাথে ঘর সংসার করছে।
হাজীগঞ্জ বিয়ে পাগল নারু সরকার। স্ত্রী ধর্মান্তরিত হওয়া চাপ দিলে ঘড়িমশি করছে।
প্রতারণার মাধ্যমে বিয়ে করে সংসার করে যাচ্ছে।
নারু সরকার হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড সরকার বাড়ির হরি দাসের ছেলে।
সে পেশায় মাছ বিক্রেতা হলেও নেশায় নারী লোভী।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর ধরে বলাখাল আমির বাড়িতে ভাড়াটিয়া শাহনাজের সাথে সংসার চলছে। হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত না হওয়াতে স্বামীর গোপন তথ্য ফাঁস করে দেন স্ত্রী শাহনাজ।
মঙ্গলবার বিকেলে স্থানীয় সুমন তালুকদারের নিকট এমন তথ্যের বিস্তারিত বললে বেরিয়ে আসে প্রতারক নারু সরকারের অজানা তথ্যের ফিরিস্তি। থলের বিড়াল বেরিয়ে আসলে নারু দিশেহারা হয়ে পড়েন। শতাধিক মানুষের উপস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের নারু সরকার নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে যায়।
ওইসময় বেরিয়ে আসে তার সাথে একাধিক নারীদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে।
তার বিবাহিত স্ত্রী শাহনাজ তার বিরুদ্ধে আদালতে মামলা দিবেন বলে জানান।