অলিপুরে পুড়ে গেল বসতঘর
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে আগুনে পুড়েছে টিনসেট পাকা বসতঘর।
মঙ্গলবার ভোরে উপজেলার অলিপুর গ্রামের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. রুবেল মিয়া।
হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান মীর জানান, অলিপুর গ্রামের মুন্সী বাড়িতে ইলিয়াস মুন্সীর (টিনসেট বিল্ডিং) বসতঘর মঙ্গলবার ভোরে আগুন লাগে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে যায়। এসময় ঘরে থাকা আলমিরা, খাট, ফ্রিজসহ মালামাল পুড়ে যায়।
বসতঘরসহ পুড়ে যাওয়া মালামাল নিয়ে এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে ঘটনার সময় ঘরে কেউ ছিলনা। তারা সবাই ঢাকায় থাকে।