মতলব পৌরসভা নির্বাচনে ডিএম আলাউদ্দিনকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা
আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি থেকে আগাম মেয়র প্রার্থী ঘোষণা করা হয়ছে। মতলব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা না হলেও সবার আগে মেয়র প্রার্থী ঘোষণা করেন জেলা জাতীয় পার্টি।মতলব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ডিএম আলাউদ্দিনকে চুড়ান্ত করা হয়েছে।চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,আসন্ন মতলব ও ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে একক প্রার্থীর নাম চুড়ান্ত করা হয়েছে। তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার জন্যও বলা হয়েছে। এদিকে মতলব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে যার নাম ঘোষনা করা হয়েছে তিনি মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক।এছাড়া তিনি মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক।বিগত ১৯৯৩ সাল থেকে জাতীয় পার্টি করে আসছেন।তিনি মতলব ডিগ্রি কলেজ শাখার জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক ছিলেন।শিক্ষাগত যোগ্যতা এমএসসি,বিএ,এলএলবি।মেয়র প্রার্থী হিসেবে তিনি মতলব পৌরবাসীর দোয়া ও সর্বাত্বক সহযোগিতা কামনা করেছে।