মতলব উত্তরে বৈদ্যনাথপুর সবুজ সংঘকে জার্সি উপহার দেন ব্যবসায়ী মফিজ দেওয়ান
তৃণমূল পর্যায়ে ভালো মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে এবং যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এবং আমুয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম দেওয়ান ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে বৈদ্যনাথপুর সবুজ সংঘের খেলোয়াড়দের ফুটবল জার্সি উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি শহীদ উল্লাহ প্রধান, গজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ,গজরা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম মোল্লা, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা,ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জহিরুল ইসলাম, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম, ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছারফুল আমিন মোল্লা, সমাজসেবক আবুল কালাম আজাদ প্রমুখ।