হাটিলা পশ্চিম ইউনিয়নের নয়টি ওয়ার্ড পূর্ণাঙ্গ উন্নয়ন কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:৫৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:৫৩
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে হাজিগঞ্জ বাজারের রাফা টাওয়ারে প্রত্যেকটি ওয়ার্ড উন্নয়ন কমিটি ঘোষণা করেন ইউনিয়ন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা উন্নয়ন কমিটির সদস্য মোঃ হুমায়ন কবির লিটন।

উন্নয়ন কমিটি ঘোষণাকালে আলোচনা সভায় বক্তাগণ বলেন, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশনা ও পরামর্শে ইউনিয়নের উন্নয়ন কমিটি সব সময় দুর্নীতি প্রতিরোধ করবে। যদি কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে উন্নয়ন কমিটি থেকে তাকে সরিয়ে দেয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

ওই সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উন্নয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট্য শিল্পপতি মো. হুমায়ন কবির লিটন বলেন, ইউনিয়নে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে এসেছি। দল বাঁচলে সবাই ফল পাবে। আগে দলকে শক্তিশালী করতে হবে। উন্নয়ন করে যাবো। কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ইউনিয়ন উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল মজুমদার, আমিনুল ইসলাম বাবলু, জসিম উদ্দিন খন্দকার ও মাসুদ মোল্লা।

ওই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল বাশার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্রলীগ নেতা ইয়াছিন।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার আব্দুল বারি, কবির হোসেন মুন্সী, শহীদ উল্লাহ মজুমদার, হাজী আবু তাহের, কাঞ্চন পাটোয়ারী, হাবিবুর রহমান মোল্লা, শাহজাহান সরকার, হাবিবুর রহমান মোল্লা, আলাউদ্দিন মেম্বার, সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার