দাদার দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মৃত্যু
মজিব পাটওয়ারী
Link Copied!
হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খাঁনের (৮০) দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতি জামাল খাঁনের (২৫) মৃত্যু হয়েছে।
বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা উত্তরপাড়া খাঁন বাড়ীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সাপে কামড়ে মৃত জামাল খাঁনের বাবা মমিন খাঁন বলেন, আমাদের বাড়ীর মুরব্বী রুস্তম খাঁন। তিনি বুধবার বিকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। রাতে তার দাফনের জন্য বাড়ীর কবরস্থানে বাঁশ কাটতে যায় আমার ছেলে জামাল খাঁন। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন ও প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি ঘটনাস্থলে গিয়ে মৃত জামাল খাঁনের পরিবারকে সমবেদনা জানান।