হাজীগঞ্জে ছবক নিলেন ২৫ ছাত্র-ছাত্রী
হাজীগঞ্জে ছবক নিলেন ২৫ ছাত্র-ছাত্রী। হাজীগঞ্জ পশ্চিম বাজারের রাফা টাওয়ারে সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও উম্মে হানী সুন্নিয়া হাফিজিয়া নূরানী মহিলা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ছবক ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ওই মাদ্রাসার নাজরানা শাখার ২২ জন ও হেফজ শাখার ৩ জন সহ মোট ২৫ জন ছাত্র-ছাত্রী ছবক গ্রহন করেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুনায়েদ হোসাইন আল কাদেরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহ পরাণের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী নকশী বন্দী, পদ্মা ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোসলে উদ্দিন খুশব্। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাদ্রাসার বাংলা বিভাগীয় প্রধান আমান উল্যাহ, গাজী মো. আবদুর রহিম, ক্বারী মাওলানা তোহা ।
নজশিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার হেফজ বিভাগে শিক্ষক হাফেজ মো. শাকিল আহম্মেদ, নজরানা বিভাগের প্রধান ইলিয়য়াছ, হাফেজ মো. আলী, মাওলানা আমান উল্ল্যাহ, মাওলানা ছিদ্দিকুর রহমান, মহিলা শাখার প্রধান শিক্ষিকা হাফেজা হাফজা আক্তার।