মোহাম্মদপুরে বসতঘর পুড়ে ছাই
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে বারোটায় হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য সেকান্তর সেকু জানান, রাতে মোহাম্মদপুর গ্রামের পূর্ব ছৈয়াল বাড়ির সুলতান দরবেশের ছেলে হারুনের ঘরে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে সমস্ত বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
বসতঘরের মালিক হারুন জানান, তার ঘরে থাকা একটি আলমিরা, একটি সেলাই মেশিন, নগদ ৪৫ হাজার টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এখানে ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাটি জানান। ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে।