প্রথম আলোর সম্পাদকসহ ৪ সাংবাদিকের নামে শত কোটি টাকার মানহানির মামলা
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহিউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন বাদী হয়ে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী হেলাল উদ্দিন জানান, গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে সংসদ সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহিউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শীর্ষক দু’টি সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত দু’টি সংবাদে ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে যেসব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। এতে এ জাতীয় রাজনীতিবিদের মান-সম্মান ও সুনাম-সুখ্যাতির ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে ওই হাসপাতালে মালিকানায় তার কোনো অংশ নেই।
তিনি অবৈতনিক ও অনারারি হিসেবে হাসপাতালটিতে সম্পৃক্ত ছিলেন। বাদী আরো জানান, এ মিথ্যা সংবাদের কারণে ড. মহিউদ্দীন খান আলমগীরের প্রায় শত কোটি টাকার মানহানি হয়েছে।
এ কারণে মামলাটি করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।