ফরিদগঞ্জের পশ্চিম বড়ালিতে মেয়রের নিজ অর্থায়ানে রাস্তা সংস্কার কাজ শুরু
আনিছুর রহমান সুজন
Link Copied!
ফরিদগঞ্জ পৌরসভা পশ্চিম বড়ালী ভাঙ্গা রাস্তা মেরামতের কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন ফরিদগঞ্জ পৌর সভার মেয়র মাহফুজুল হক।
এসময় স্থানীয় জনগণের উদ্দেশ্যে মাহফুজুল হক বলেন ফরিদগঞ্জ পৌর সভায় প্রতিটি রাস্তা প্রতিটি এলাকায় টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় দৃশ্যমান অনেক প্রকল্প চলমান অবস্থায় রয়েছে। বঙ্গ বন্ধু কন্যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মেরুকরণের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের উন্নয়নের রূপকার আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে আমি সামান্য কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।
এই কাজ অব্যাহত রাখতে আগামী দিনেও আমাকে নৌকা প্রতীকে ভোট দিবেন।
চলমান উন্নয়নে পৌরসভার বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জুয়েল ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ