সেন্দ্রা বাজার কমিটির নির্বাচনে : সভাপতি সিরাজ আঠিয়া সম্পাদক সাহিদুল ইসলাম
ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হলো হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সেন্দ্রা বাজার ব্যাবসায়ি সমিতির নির্বাচন ।
শনিবার সকাল ০৮ ঘটিকা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে বেলা ১:০০ টা পর্যন্ত। প্রার্থী-ভোটার-ব্যাবসায়ী, প্রশাসন ও স্থানীয়দের উপস্থিতিতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো.হোসেন ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫২ জন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে বাজার ব্যাবসায়ী মো.সিরাজ আঠিয়া গোলাপ ফুল প্রতীকে ৭৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে সেলিম ভুইঞা দোয়াত কলম প্রতীকে ৬৮পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম ছাতা প্রতীকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সাধারণ সম্পাদক পদে গাজী মাসুম প্রজাপতি প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো:রিপন মিজি মই প্রতীকে ১১৬ভোট পেয়ে নির্বাচিন হন।
কোষাধ্যক্ষ পদে মো: ইয়াছিন রবিন উড়োজাহাজ প্রতীকে ৮৮ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে মো. রোকন মাইক প্রতীকে ৭০ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রচার সম্পাদক পদে মো.সেকান্দর টিউবওয়েল প্রতীকে ৯০ভোট পেয়ে নির্বাচিত হন। বানিজ্যিক সম্পাদক পদে মো. সোলেমান মোটরসাইকেল প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত সকল প্রার্থীরা বাজারের উন্নয়নে একযোগে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।