মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩৭ মুসল্লী
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা আহত ৩৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট ভর্তি হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজ আদায়কালে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন এখন পর্যন্ত নারায়ণগঞ্জ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন ভর্তি হয়েছেন। যারা ভর্তি হয়েছেন তাদের সবার অবস্থায় মোটামুটি আশঙ্কাজনক।
ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ( বার্তা২৪.কম)