শাহরাস্তিতে মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
শাহরাস্তিতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে এক জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।জানাযায়, বৃহস্পতিবার শাহরাস্তি পৌরসভার নিজমেহার গুলাচী বাড়ি সংলগ্ন এলাকায় মাদক সেবন ও সংরক্ষণরত অবস্থায় পাওয়া যায় মোঃ বিল্লাল হোসেন নামক এক জনকে।তার বাড়ি শাহরাস্তি উপজেলার ঘুঘুরচপ গ্রামে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্হিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন অাক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে অাসামীর(বিল্লাল হোসেন) স্বীকারোক্তি ও স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইন ২০১৮ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় মোবাইল কোর্টে শাহরাস্তি থানার পুলিশ ফোর্স সহায়তা করেন।