হাজীগঞ্জে ১০৭ বছর বয়সী বৃদ্ধ তবিব উল্ল্যাহ’র মৃত্যু
হাজীগঞ্জ উপজেলায় প্রবীণদের মাঝে দীর্ঘজীবী ১০৭ বছর বয়সী বৃদ্ধ তবিব উল্ল্যাহ। তিনি হাজীগঞ্জ পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা মুন্সী মোহাম্মদ মনিরের বাবা। শুক্রবার সকাল ১০.১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি….. রাজেউন।
তবিব উল্লাহ ১৯১৩ সালে ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে ২৪ ডিসেম্বর তিনি রেলওয়েতে চাকুরী নেন। ১৯৮৪ সালে ২৪ ডিসেম্বর অবসর নেন। ১০৭ বছর বয়সে ৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে মুন্সী মোহাম্মদ মনির বলেন, শেষের তিন মাস ভাত খেতে পারেনি বাবা। পানি জাতীয় খাবার খেয়েছিল। গত ১০/১২ দিন বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। বাদ আছর বাড়ীর মসজিদ সংলগ্নে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে ৫ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। তার বড় ছেলে আবদুল কাদের মুন্সী একজন বীর মুক্তিযোদ্ধা।
তার মৃত্যুতে পপুলার বিডিনিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।