শাহরাস্তিতে স্বর্নালঙ্কার ও পাঁচ লাখ টাকা নিয়ে দুই সন্তানে জননী উধাও
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুরের শাহরাস্তিতে নগদ টাকা স্বর্নালঙ্কার নিয়ে মনি বেগম নামে দুই সন্তানের জননী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সে টামটা ইউনিয়নের উয়ারুক ফকির বাড়ির প্রবাসি লিটনের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। গত এক মাস পূর্বে সে পালিয়েছে বলে শাহরাস্তি থানায় অভিযোগ করেছে লিটনের পরিবার। এখানে লিটনের পরিবার স্ত্রী মনি বেগমের বাবার পরিবারকে দায়ী করা হচ্ছে।
মনি বেগম একই ইউনিয়নের আলীপুর গ্রামের ফকির বাড়ির আবু তাহেরের মেয়ে।
বাবার পরিবারে পক্ষ থেকে বলা হয়েছে তারা এ বিষয়ে তাদের কোন কিছুই জানা নেই।
শাহরাস্তি থানার উপ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, গত এক মাস পুর্বে মনি বেগম পালিয়েছে। এখনো খুজে পাওয়া যাচ্ছেনা। তবে ধরনা করা হচ্ছে পরকিয়ার কারণে সে পালিয়েছে।
অন্য দিকে মনি বেগমের বাবার পরিবার এ নিন্তায় আছে। মানুষিক ও সামাজিক ভাবে হয়রানি হচ্ছে।