হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব হস্তান্তর, নবাগত সভাপতি খালেকুজ্জামান শামীম

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২০ | ৩:৫৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২০ | ৩:৫৩
Link Copied!

হাজীগঞ্জ প্রেসক্লাবের চার সভাপতির প্রথম সভাপতি মোঃ কামাল হোসেনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পরবর্তী সভাপতি খালেকুজ্জামান শামীম এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই সময় বিদায়ী সভাপতি মোঃ কামাল হোসেনকে সংবর্ধনা ও নবাগত সভাপতিকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন কমিটির নেতৃবৃন্দ।

ক্রেস্ট গ্রহন করছেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো. কামাল হোসেন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য জাকির মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, চতুর্থ মেয়াদের সভাপতি গাজী সালাউদ্দিন, পরবর্তী মেয়াদের সভাপতি মহিনউদ্দিন আল আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর আহম্মেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, কার্যকরী সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দায়িত্ব হস্তান্তর কালে বক্তারা বলেন, হাজিগঞ্জ প্রেসক্লাবের চলমান পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কাঠামো বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের কল্যাণে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার আহবান জানান নবাগত সভাপতি খালেকুজ্জামান শামীম।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার