মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটির মতবিনিময় সভা
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ৩১ আগস্ট সোমবার কচি- কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক এস বি সবুজ ভদ্র। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরদিয়া ফয়সাল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মো. ফয়সাল, ডিউ ড্রপস্ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালমা আক্তার, সম্মানিত সদস্য ফয়সাল কাজী, সালাউদ্দিন মিয়াজি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জাকির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মো. আশরাফুল জাহান শাওলিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার নিপা, প্রচার ও প্রকাশনা সম্পাক আল আমিন, সহ-সভাপতি আব্দুর রব পাটওয়ারী প্রমুখ।
এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মোঃ সালাউদ্দীন ও গীতা থেকে পাঠ করেন শিলা নাগ।