বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে শোক
আনিছুর রহমান সুজন
Link Copied!
বীর মুক্তিযোদ্ধা এলডিপির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইসমাইল হোসেন বেঙ্গল এর মৃত্যুতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী শোক প্রকাশ করেছেন।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে তার বরেণ্য বর্ণাঢ্য জীবনী উপস্থাপন করা হয়। বলা হয় স্বাধীনতা সংগ্রামে তিনি দেশের জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করেন পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবে বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য গত কয়েকদিন যাবত ইসমাইল হোসেন বেঙ্গল করোনা আক্রান্ত হয়ে ঢাকা গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।