হাজীগঞ্জে একটি হাসপাতালের এক্স-রে বিভাগে ধর্ষণ, বিচার চাইলেন বাবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ২:০৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ২:০৫
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজার সংলগ্ন ডা. এমজি ফেরদৌস হাসপাতালের এক্সরে টেকনিশিয়ান সিরাজুল ইসলাম (৩৪) হাসপাতালের সহকারীর এক্স-রে টেকনিশিয়ানকে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী সহকারী এক্স-রে টেকনিশিয়ানের বাবা শাহেদ আলী। শাহেদ আলী একই দ্বাদশগ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে ডা. এমজি ফেরদৌস হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান সিরাজুল ইসলামের গ্রামের বাড়ী লালমনিরহাট জেলা ও থানার তেলিয়াপাড়া গ্রাম।
অভিযোগে সাহেদ আলী বলেন, তার মেয়েকে এক্সরে টেকনিশিয়ান সিরাজুল ইসলাম একা পেয়ে জুলাই মাস থেকে শ্লীলতাহানি করে আসছে। তৃতীয়বারের মতো গত ২৯ আগস্ট শনিবার সকালে  এক্সরে টেকনিশিয়ানের কক্ষে একা পেয়ে হাসপাতালের ৩য় তলায় এক্স-রে বিভাগে জোরপূর্বক  ধর্ষণ করে। ওই সময় তার মোবাইল ছিনিয়ে নেয় সিরাজুল ইসলাম।
বিষয়টি তার মেয়ে পরিবারের লোকজনদেরকে জানায়। পরে ইউপি চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলাম ও শাহেদ আলীর মেয়েকে থানায় নিয়ে আসে। মেয়ের বয়স ১৬ বছর।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল বলেন, মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে। অপরদিকে সিরাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী টেকনিশিয়ানের বাবা শাহেদ আলী ২৯ আগস্ট শনিবার রাতে থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত মতলবের চরাঞ্চলে ঝুঁকি নিয়ে মেঘনা পারি দিচ্ছে হাজারও মানুষ কুমিল্লা’সহ দেশের ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা হামলার অভিযোগে মতলব উত্তরের আ. লীগ নেতা’সহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা সারাদেশে দুই লাখ আনসার মোতায়েন হচ্ছে দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি টানা বৃষ্টিতে ফের ডুবছে নোয়াখালী, পানিবন্দি ১২ লাখ মানুষ হাজীগঞ্জে শিক্ষক দিবসে আলোচনা সভা ও র‌্যালি হাজীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা মোংলায় ১০ গ্রেড বাস্তবায়নে শিক্ষকদের মানববন্ধন  কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি অর্ধশত  টানা বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতায় পানি বন্দি মানুষ  চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, জেলাজুড়ে জলাবদ্ধতা হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু ব্যারিস্টার টিপুকে হত্যা চেষ্টায় মতলব উত্তরে সাবেক মন্ত্রী পুত্র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৮ শিক্ষার্থীকে পাঠদান দিচ্ছে একজন শিক্ষক দ্বারা! বাজারে সবজির দাম আকাশছোঁয়া