প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে হাজীগঞ্জে বিএনপির একাংশের প্রস্তুতি সভা
হাজীগঞ্জ পূৃর্ব বাজারস্থ বিএনপি কার্যালয়ে ১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলমগীর কবির পাটওয়ারী।
অনুষ্ঠান সফল করতে প্রধান অতিথির বক্তব্যে তিনি ইন্জি: মমিনুল হক ও সাবেক মেয়র আব্দুল মান্নানখাঁন বাচ্চু সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান এবং সরকারের প্রতি গণতান্ত্রিক আচরনে প্রত্যাশা করেন।
সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সেক্রেটারি সিদ্দিকুর রহমান,পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা।
পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া। সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু সুফিয়ান রানা,সাবেক উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের হুমায়ন কবির,ইমান হোসেন মুন্সী,জহির,মিজান,বাবুসর্দার, মনির হোসেন। ছাত্রদলের আবু রায়হান সোহেল, জিসান আহাম্মেদ,ইয়াসিন আরাফাত অনিক,হান্নান তালুকদার,সোহেল,মইন,সজীব,মামুন তালুকদার, রোমান,রইফুল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।