মুন্সীরহাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র লিটন
মতলব দক্ষিণ প্রতিনিধি
Link Copied!
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া দোকান মালিকদের খোজখবর নিলেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীরহাট বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পেয়ে শুক্রবার বাদ জুম্মা অগ্নিকান্ডস্থলে ছুটে যান মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।
তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের শান্তনা দেন এবং ওনার ব্যক্তিগত পক্ষ থেকে ও সরকারী ভাবে সাহায্য সহায়তা প্রদানের আস্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির খান,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির প্রধানসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।