সড়ক দুর্ঘটনায় আহত জিলানীকে বাঁচানো গেল না
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কাদের জিলানী (১৭) বাঁচানো গেল না। সে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর ছাত্র। শুক্রবার সকালে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আবদুল কাদের ২নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা তালুকদার বাড়ির প্রবাসী মোঃ দুলাল তালুকদারের বড় ছেলে। মৃত্যুকালে এক ভাই, দুই বোন ও বাবা মাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
কাদের এবার আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি পাশ করেন ও কলেজ শাখায় মানবিকে ভর্তি হয়।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে আল-আরাফাহ ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়। জিলানীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয় ।