মাছ শিকার করতে গিয়ে কৃষকের মৃত্যু
আনিছুর রহমান সুজন
Link Copied!
ফরিদগঞ্জে রাতের আধারে জমা পানিতে টেঁটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমান হোসেন (৩৩) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ইমান হোসেন ১১ নং চরদু:খিয়া ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের মৃত আবিদ আলীর ছেলে ও এক সন্তানের জনক। মঙ্গলবার রাতে পশ্চিম আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনের অতি বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন খাল বিল ও কৃষি জমি পানিতে থই থই করছে। পুকুর ও খাল-বিল ভরে যাওয়ায় ফলে বিলের পানিতে এই মৌসুমে মাছ শিকার করে থাকেন অনেকে।
এমনিভাবে রাতের বেলা টর্চলাইট জ্বালিয়ে টেঁটা দিয়ে ইমান হোসেনও মাছ শিকার করতে যায়। কিন্তু বিলের উপর দিয়ে বিদ্যুতের তারে তার টেঁটার সংষ্পর্সে তৎক্ষনাৎ সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।