বসতঘর পুড়ে যাওয়া দিনমজুর পেলেন টিন ও নগদ টাকা
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দক্ষিণ রায়চোঁ মুন্সি বাড়ি রুহুল আমিনের বসত ঘরে গত ২৪ আগস্ট পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী এাণ তহবিল হতে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন দুই বাঁন ঢেউটিন এবং নগদ ৬০০০(ছয় টাকা) প্রদান করেন এবং
সংসদ মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উওম এর নির্দেশে হাজিগঞ্জ উপজেল পরিষদের তহবিল হতে ১০ হাজার টাকা সর্ব মোট ১৬ হাজার টাকা প্এরদান করা হয়। ওইসময় ঢেউটিন গুলো ক্ষতিগ্রস্ত পরিবারের স্বামী ও স্ত্রী হাতে হস্তান্তর করেন,
৬নংপূর্ব বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান_আলহাজ্ব_মোঃকবির_হোসেন_মিয়াজী।