বাকিলা বাখরপাড়া প্রবাসী আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাখরপাড়া প্রবাসী আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অসহায় পরিবারদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হয়।
এই সংস্থার মাধ্যমে বাখরপাড়া, ছয়ছিলা, দিঘি ছয়ছিলা ও রাধাসার গ্রামের অসহায় পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রিক বিতরণ করা হয়েছে।
বাখরপাড়া প্রবাসী আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সভাপতি মোঃ ফারুক মোল্লা । তিনি মালয়েশিয়া প্রবাসী। তিনি বলেন, ত্রাণ সামগ্রী আয়োজনে প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন। তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। দেশে এাণ সামগ্রী বিতরণ ও পরিচালনা সুন্দরভাবে করার জন্য আমাদের সংস্থা সাধারণ সম্পাদক সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ওইসময় বাখরপাড়া, ছয়ছিলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।