হাজীগঞ্জে বড়শীতে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু
জাহিদুল ইসলাম, সংবাদদাতা
Link Copied!
হাজীগঞ্জ উপজেলায় পুকুর পাড়ে বড়শীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল শিশু ইব্রাহীম হোসেনের। তার বয়স হয়েছিল ৫ বছর।
শনিবার বিকালে উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের সাকচিপাড়া খালেক সরদার বাড়ীতে এই মর্ান্তিক দুর্টনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পুকুর পাড়ে বড়শী হাতে ছিল। এক পর্য়ে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাকিলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শিশু ইব্রাহিমের মা কুলছুমা বেগম ও বাবা ওমান প্রবাসী শাহআলমের একমাত্র ছেলে সন্তান। শাহআলমের বড় তিন মেয়ে সন্তান রয়েছে। ইব্রাহীমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।