হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২২, ২০২০ | ১২:৫৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২২, ২০২০ | ১২:৫৫
Link Copied!
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও তাদের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ পোস্ট অফিস রোডস্থ বিয়ে বাড়িতে উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে যুবলীগের অসংখ্য নেতাকর্মী সমর্থক আলোচনা সভা মিলাদ অনুষ্ঠানে যোগ দেয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবালের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের  যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের  পরিচালনায় শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত শহীদদের স্মরণে এবং ২০০৪ সালের ঢাকা পল্টন ময়দানে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণ সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথি হাজীগঞ্জ-শাহরাস্তির নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় আমি হাজীগঞ্জ উপজেলায় গণসংযোগে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঢাকায় এসেছিলাম।
আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটি মহল ১৯৭৫ সালে যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এখনও তারা এ কিভাবে উৎপেতে রয়েছে। তারা শুধু বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে নাই, জাতির বহু সূর্যসন্তানদের কেউ নির্বিচারে হত্যা করেছে। শুধু তাই নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে মারার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তা ভেস্তে গেলেও এখনও তাদের প্রেতাত্মারা উৎপেতে আছে। ওই সকল ষড়যন্ত্রকারীদের যেকোনো মূল্যে প্রতিহত করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দলীয় অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সকল সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি ১৫ আগস্ট ও ২১আগস্ট উপলক্ষে হাজিগঞ্জ উপজেলার যুবলীগের এমন আয়োজনের প্রশংসা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক আবদুর রশিদ মজুমদার,  হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন,  চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুণ, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম মিয়া, হাজীগঞ্জ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোঃ সেলিম, উন্নয়ন কমিটির সদস্য হুমায়ুন কবির লিটন, ৭নং বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এম হাশেম, জেলা পরিষদের সদস্য মোঃ বিল্লাল হোসেন,  ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মনির হোসেন গাজী, সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ৯নং গন্ধর্ব্যপুর আওয়ামীলীগের সভাপতি কাজী বেলাল, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ৫নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, ৪ নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসএম মানিক, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন,  উপজেলার ১২টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
শোকসভা ও  দোয়া অনুষ্ঠানে অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার