মতলবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব দক্ষিণ উপজেলার নেতাকর্মীরা। একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের হাইমচর উপজেলার শহীদ আব্দুল কুদ্দুছের পরিবারের খোঁজ খবর ও সমবেদনা জানাতে ২১ আগস্ট দুপুরে যাওয়ার পথে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপনের নেতৃবৃন্দের সাথে মতলব সেতুর টোল প্লাজায় সৌজন্য সাক্ষাৎ করেন মতলব দক্ষিণ উপজেলার নেতা কর্মীবৃন্দ।
চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফেরদাউস আলম। এ সময় সাথে ছিলেন – স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফায়েল,হ্রদয়, নুর আলম, শাকিল, শাহেদ, শান্ত প্রমুখ।