হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া
হাজিগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বোরহান হুসাইন ও সাধারণ সম্পাদক মোঃসুজন এর নেতৃত্বে ১৫ই আগস্ট উপলক্ষে সোমবার বাদ আসর খাটরা বিল ওয়াই তালুকদার বাড়ী জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
দোয়া মিলাদ এর পূর্বে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ বলেন, বাংলার রাখাল রাজা স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগ যে আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দী মহানায়ক স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা জানিয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এর ঘটনার ওপর ব্যাপক আলোচনা রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা কামরুল খাঁন শাহজাহান মাস্টার, উপজেলা যুবলীগ নেতা মামুন তালুকদার মোহাম্মদ লিটন তালুকদার ,জসিম তপদার, ইমাম ব্যাপারী, শাকিল চৌধুরি, ইকবাল চৌধুরী, শরীফ হাজী, আহসান শিকদার রাসেল খান,পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সবুজ ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সবুজ, শোহাগ, রানা, নাজমুল, মঞ্জুর হোসেন প্রমুখ।