হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের শোক দিবস পালিত
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১১ং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে যথাযথ মর্যাদায় কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং সংক্ষিপ্ত শোক সভা শেষে মসজিদে মিলাদ ও দোয়া করা হয়েছে।
শনিবার বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড পাতানিশ জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটওয়ারী রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন টিপু, শরীফুল ইসলাম, কবির হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক নজরুল ইসলাম স্বপন, শামীম ভূঁইয়া, শাহাদাত হোসেন মিশু, ছাত্রলীগ সভাপতি ফয়সাল কবিরসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রত্যক ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটওয়ারী রাসেল বঙ্গবন্ধুর পরিবারের শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একে এম মজিবুর রহমানের সুস্থ্যতার জন্য সবার দোয়া চেয়েছেন।