দেশগাঁও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আর নেই
হাজিগঞ্জ দেশগাঁও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এডভোকেট মীর হোসেন স্যার আর নেই। মীর হোসেন স্যারের মৃত্যুতে বিভিন্নমহল গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক স্বপন কুমার পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, দেশগাঁও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মীর হোসেন সাহেব কিছু ক্ষণ পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন । দেশগাঁও ডিগ্রি কলেজ প্রতিষ্ঠালগ্নে তাঁর অবদান ছিল অসামান্য ।ব্যক্তিগত ভাবে অর্থায়ন ছাড়াও প্রায় একক প্রচেষ্টায় তিনি কলেজেটিকে এম.পি .ও . ভুক্ত করেন । তিনি ছিলেন অত্যন্ত সৎ, শিক্ষানুরাগী ,সাহসী ,সদালাপী ,চৌকস একজন মানুষ । তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।