ক্ষতিগ্রস্ত ৩৩ ব্যবসায়ীর মাঝে সাংসদের নগদ অর্থ প্রদান
হাজীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ ব্যবসায়ীর মাঝে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হাজীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ ব্যবসায়ীর মাঝে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদানের ৩ লাখ টাকা ব্যবসায়ীদের ব্যবসার ধরণ নির্ধারণ করে বন্টন করা হয়।
টেলিকনফারেন্সে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, সব ক্ষতি পুসিয়ে দেয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে পুনরায় ব্যবসায় সাহস যোগাতে।
ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল-লিপন। হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন সহ ব্যাবসায়ী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ গত ৩ আগষ্ট হাজীগঞ্জ পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে টিন পট্টির কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।