মা হারা জমজ শিশু, বাবা চাকরী হারিয়ে দিশেহারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১০, ২০২০ | ১২:৪৭
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১০, ২০২০ | ১২:৪৭
Link Copied!

মদিনা- মরিয়মকে রেখেই পরপারে মা, চাকুরি হারিয়ে বাবা দুগ্ধশিশুদের নিয়ে দিশেহারা। মদিনা-মরিয়ম দুই জমজবোন। গত ১৭ এপ্রিল ২০২০ জন্ম নেয়। জন্ম নেয়ার সাথে হারায় মা আরমিতা বেগমকে। জমজ দুই কন্যা সন্তান জন্ম দিয়েই চলে যান পরপারে। আর চিরদিনের জন্য মা হারা হয় শিশু মদিনা – মরিয়ম। বাবা মুনছুর আলী শিশুদের সময় দিতে গিয়ে চাকুরীটাও হারান। এখন তিন মাসের মদিনা – মরিয়মকে নিয়ে দিয়ে দিশেহারা।


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ৫ হাজার টাকা শিশুর বাবার হাতে তুলে দেন।

শনিবার সকালে মদিনা আর মরিয়মের কষ্ট গাঁথা বিষয়টি সামাজিক যোগাযাগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠে। শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর ফকির বাড়িতে গিয়ে তাদের সন্ধান মিলে। কথা হয় বাবা মুনছুর আলীর সাথে।

তিনি জানান, সে শাহরাস্তি উপজেলার শঙকর পুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। বাবার মৃত্যুর পর সে নানার বাড়ি হাজীগঞ্জের মোহাম্মদপুরে ছলে আসে। এখানে নানার ছোট ভিটাতে সরকারের দেয়া ঘরে মাকে নিয়ে বসবাস করে। তিনি বোনদের বিয়ে দিয়ে ঢাকায় একটি ফ্যাক্টরীতে চাকুরী করত। ঢাকায় থাকার সুবাদে ঢাকায় বসবাসকারী রংপুরের লালমনির হাটের কালীগঞ্জ উপজেলায় আরমিতা নামের একটি মেয়েকে বিয়ে করে। সুখেই কাটছিল তাদের জীবন। মা মানছুরা বেগম গ্রামে এঘর ও ঘর ঘুরে জীবন ছালায়। ছেলে চাকুরী করে মাকে মাঝে মাঝে কিছু টাকা দিতো। এর মধ্যেই মুনছুর বাবা হবার পথে। স্ত্রী আরমিতাকে (১৭ এপ্রির ২০২০) হাসপাতালে ভর্তি করলে তার দুইটি জমজ কণ্যা সন্তান জন্ম দেয়। ওই দিন রাতেই মা মৃত্যুর কোলে ডুলে পড়েন।

বিজ্ঞাপন

দিশেহারা বাবা মুনছুন। ৬/৭ হাজার টাকার চাকুরী দিয়ে পেট -ই ছলেনা এর মধ্যে দুই কন্যা সন্তান। তার মধ্যে মায়ের দাফন, হাসপাতাল খরচ। কস্টে সব শেষ করলেও নিয়মিত চাকুরিতে যেতে পারেনি বলেই সে চাকুটাও গেল।

নিরুপায় বাবা মুনছুর মদিনা – মরিয়মকে নিয়ে ছলে আসে গ্রামে। নিজেই তাদের লালন পালন করছেন। একজনে ফুফু সুফিয়া অন্যজনকে খালা কারিমা মাঝে মাঝে দেখা শুনা করেন। আর কাঁদলেই কাঁদে নিয়ে ঘুরেন বাবা।

তিনি জানান, সপ্তাহে দুই হাজার টাকার দুধসহ প্রায় মাসে ১০ হাজার টাকাখরচ। একদিকে চাকুরী নাই। অন্য দিকে শিশুদের দুধ-ঔষধ।
তাই অবুঝ দুই শিশু কন্যা নিয়ে নিরবে নিবৃত্তে কাঁদে মুনছুর। শিশু দুটিকে বাঁচাতে সকলের এগিয়ে আসা সমীচিন বলে মনে করেন সচেতনরা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার