হাজীগঞ্জে মজিব শতবর্ষে গাছের চারা বিতরণ করলেন সাংসদ
মুজিব শতবর্ষে সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সংসদ সদস্য জননেতা মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটি প্রতিটি ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে গাছের চারা বিতরণ করেন।
হাজিগঞ্জ পশ্চিম বাজারে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে দেড় সহস্রাধিক পেয়ারা, কাঁঠাল ও আম গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, রোটা. আহসান হাবীব অরুণ, অধ্যাপক ফরহাদ হোসেন রতন, অধ্যাপক মোহাম্মদ সেলিম, ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল, শফিকুল ইসলাম মীর, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির,উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান লিটন, যুবলীগ নেতা ইউছুফ প্রধানীয়া সুমন, ইব্রাহিম খান রনি, মজিবুর রহমান, আমিনুল ইসলাম বাবলু, আবুল বাসারসহ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ বিভিন্ন উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ।