`স্কাউট শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হতে শেখায়’
ফরিদগঞ্জে মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রæপ ফরিদগঞ্জ উপজেলা শাখার বার্ষক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কাউটস্ গ্রæপের ২৯জন সদস্য নিয়ে দিনব্যাপি এই ক্যাম্পে অংশ গ্রহণ করেন। দুপুরে অধিবেশনে স্কাউটস্ গ্রæপের সভাপতি ও জেলা স্কাউটস্ এর উপকমিশনার হিতেশ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশে স্কাউট অগ্রণী ভূমিকা পালন করে। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে।
স্কাউট শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হতে শেখায়।
ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় স্কাউটস্ শামীম হাসানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কামরুল ইসলাম সউদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক জাকির হোসেন পাটওয়ারী, জাকির হোসেন সৈকত, আনিছুর রহমান সুজন প্রমুখ।
আলোচনা শেষে মুজিববর্ষ উপলক্ষে স্কাউটস্দের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।