মতলব দক্ষিণে লোটাস-বাড এর কমিটি গঠন
মাহফুজ মল্লিক
Link Copied!
মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকায় লোটাস-বাড স্টুডেন্টস ফোরামের বার্ষিক সম্মেলন গত ৫ আগস্ট বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন ।
উক্ত সভায় উপস্থিত সদস্যদের ২৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে রিয়াদ হাসান ও ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নাজমুল হাসান নির্বাচিত হন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও রাকিবুল হাসান।
বিদায়ী সভাপতি শাহাদাত হোসাইন ২০১৯-২০ অর্থবছরের বিভিন্ন অগ্রগতি, কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা তুলে ধরেন। এছাড়াও সংগঠনের কর্মীদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেন।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই সংগঠনের সকল সদস্যদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে সংগঠনে গতিশীল করতে বিভিন্ন কাজে সবার সহযোগিতা কামনা করেন।