মতলবের ঢাকিরগাঁও ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও যুবসমাজের উদ্যেগে ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাতে ঢাকিরগাঁও সামাজিক জামে মসজিদে উক্ত পাঠাগারের উদ্বোধন করেন ইসলামপুর গাছতলার পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়াললী উলাহ সাহেব।
তিনি বলেন দ্বীনি শিক্ষার জন্য যেসব যুবকরা এ মহোতী উদ্যেগটি নিয়েছেন তাদের এ কার্যক্রমকে সবাই সর্বাত্বক সহযোগিতা করবেন।পবিত্র কোরআন তিলওয়াত ছহি শুদ্ধভাবে শিখার জন্য সবাই এগিয়ে আসবেন।কোরআন শিক্ষার পাশাপাশি আল্লাহ রাসুলের জীবনাদর্শ সম্পর্কে জানবেন এ পাঠাগারের মাধ্যমে।
ইনশাআল্লাহ আপনারা জানলে ও শিখলে পার্শবর্তী এলাকার মানুষের মাঝেও এর আগ্রহ বিরাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান সুবহানী,নবকলস বাইতুল গফুর জামে মসজিদের খতীব মাওলানা আমির হোসাইন লাকসমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকিরগাঁও সামাজিক জামে মসজিকমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মৃধা, মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ- সভাপতি নুর মোহাম্মদ বেপারী,বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন প্রধান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান,সমাজ সেবক রমিজ প্রধান,পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকিরগাঁও সামাজিক জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ জাকির হোসেন। শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করুন হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন।নাতে রাসুল যৌথভাবে পরবেশনা করেন আনিছুর রহমান রিয়াদ ও নি মোহাম্মদ। আলোচনা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলার পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়ালী উল্লাহ।পরে তাবারক বিতরণ করা হয়। এসয় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইসা চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মৃধা,সমাজ সেবক আনোয়ার হোসেন বাবুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।