মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচের ব্যতিক্রমী উদ্যোগ
মানুষকে সুস্থ্য ও নিরাপদ রাখতে ব্যতিক্রমী কাজ করছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে রক্ষা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে মতলব দক্ষিণ উপজেলার আনাচে কানাচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
উপজেলার নারায়নপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজারে আসা শিশু থেকে শুরু করে বয়-বৃদ্ধ নারী ও পুরুষের বেশীরভাগই মুখ মাস্ক বিহীন অবস্থায় ঘুরাফেরা করছে।
বিযয়টি ওসি স্বপন কুমার আইচের নজরে আসলে তিনি তাৎক্ষণিক নিজস্ব উদ্যেগে সকলকে মাস্ক পড়িয়ে দেন। এছাড়া সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং বাধ্যতামুলক মাস্ক পড়ে বাসা বাড়ী থেকে বের হওয়ার পরামর্শ দেন।তনি আরো বলেন,নিজে শতর্ক থাকবেন,সুস্থ থাকবেন এবং পরিবার পরিজনকে সুস্থ রাখবেন।এসময় বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ ওসাংবাদিক মুজাম্মেল প্রধান হাসিব উপস্থিত ছিলেন।