প্রচেষ্টার প্রতিষ্ঠার ১৫ বছরে পাঁচবার দায়িত্ব পালন করেন দুই নজরুল
২০০৫ সালে একটি সেবামুলক সামাজিক সংগঠন প্রচেষ্টার আত্মপ্রকাশ হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি ছিলেন এবারের বিজয়ী মো. নজরুল ইসলাম পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক ছিলেন এবারের বিজয়ী মো. নজরুল ইসলাম মজুমদার। এ নিয়ে ১৫ বছরের মধ্যে ৫ বার এই জুটি দায়িত্ব পায় সংগঠনের।
বন্ধুমহলে এই সংগঠনে দুই নজরুলের চমক এখন সবার মুখে মুখে। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম এবং তৃতীয় কমিটিতে ছিলেন এই জুটি। দুই নজরুলের জুটি একটি সংগঠনকে আরো তরান্বিত করবে এমনটাই প্রত্যশা সংগঠনের সদস্যদের।
গত রোববার ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার পর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ২০০৫ সালের নভেম্বর ১০ তারিখ থেকে টানা দুই বছর দায়িত্ব পালন করেছি। তখনও সভাপতি ছিলেন মো. নজরুল ইসলাম পাটওয়ারী। প্রতিষ্ঠাকালীন সময়ে থেকে শুরুর দুই বছরের আমরা দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। তারপর একবছর পর পুনরায় দায়িত্ব পেয়েছি। মোট ৫ বার দায়িত্ব পেয়েছি।
নবাগত সভাপতি মো. নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, আমরা সবাই বন্ধু। চেষ্টা করবো বন্ধুত্ব বজায় রেখে প্রচেষ্টার মাধ্যমে সমাজের ভালো কাজ করার।
রোববার উৎসবমুখর আয়োজনে শেষ হলো সেবামূলক সামাজিক সংগঠন প্রচেষ্টার ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা। বিজয়ীদের তাৎক্ষণিক শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি সামছুদ্দোহা সোহেল। হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডস্থ প্রচেষ্টার কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানান, সংগঠনের ৫৭ ভোটের মধ্যে ৪৯ টি ভোট পড়েছে। সংগঠনের কয়েকজন প্রবাসে থাকায় ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দিতায় বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভপতি মো. তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক মো. শাকিল সুমন।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শফিউল আলম, আব্দুল মালিক ইমরান ও মোহাম্মদ মুকবুল হোসেন। সংগঠনের নেতৃত্ব বাড়াতে এ বছর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেয়নি। ভোটগ্রহণ অনুষ্ঠান শেষে বিজয়ীরা ফটোশেসনে অংশ নেয়।