চুরি-ডাকাতি ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে ঘোষিত সরকারি ছুটির মধ্যে চুরি-ডাকাতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার বেলা সোয়া ১১টায় ধানমন্ডিতে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছেন। তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। যাতে চুরি-ডাকাতি না হয়, সেজন্য চোখ-কান খোলা রেখে কাজ করছেন।’
তিনি বলেন, ‘জনগণ সচেতন হয়েছে। আমি আশা করি, আমরা এভাবে সচেতন থাকলে, আমাদের দেশে করোনার বিস্তার ইউরোপের দেশগুলোতে যতটা হয়েছে তেমনটা হবে না।’
জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা যার যার বাসায় অবস্থান করুন। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। হাত ধুয়ে নিন। পরিষ্কার-পরিচ্ছন্নতা তো আমাদের ঈমানের অঙ্গ।’
তিনি বলেন, ‘রাস্তাঘাটে কেউ যাতে বের না হন। অহেতুক যেন কেউ ভিড় না করেন। অহেতুক যাতে জনসমাগম না হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেগুলো মেনে জনগণকে উদ্বুদ্ধ করছে।’
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।