আমি কখনোই কারও প্রিয় হতে পারিনি: দিয়া মির্জা

বিনোদন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ১:৫৭
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ১:৫৭
Link Copied!

সুশান্ত সিং রাজপুতের পর বলিউডে বেশ কিছু পরিবর্তন এসেছে। তারকারা এখন মন খুলে কথা বলছেন বলিউডের স্বজনপ্রীতি আর লেজুড়বৃত্তি নিয়ে। কথা বলছেন নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নিয়ে। সেই তালিকায় নাম আছে অভয় দেওল থেকে শুরু করে দুবার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানেরও। আর এই তালিকার সর্বশেষ সংযোজন দিয়া মির্জা। লোকে বলে, তিনি নাকি ‘যথেষ্ট সুন্দরী’, মেধাবী আর পরিশ্রমী হওয়া সত্ত্বেও বলিউডের আকাশে ঠিক জ্বলে উঠতে পারেননি। কেন পারেননি, ভারতের এক দৈনিককে সেই উত্তর দিয়েছেন ২০০০ সালের এই মিস ইন্ডিয়া।

স্বজনপ্রীতি আর লেজুড়বৃত্তির দিকে অভিযোগের তির ছুড়ে র‍্যাহনা হ্যায় তেরে দিল মে, সঞ্জুখ্যাত এই বলিউড তারকা বলেন, ‘প্রশ্নটা হচ্ছে, বলিউডে স্বজনপ্রীতি আছে কি না? কার সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক, কে কার প্রিয়—এগুলোর ভিত্তিতে রাজনীতি চলে কি না? উত্তর হচ্ছে, অবশ্যই এগুলো যুগ যুগ ধরে টিকে আছে। আর শুধু বলিউড কেন, সমাজের সবখানে আছে। প্রাথমিক বিদ্যালয়েও একজন শিক্ষকের প্রিয় ছাত্রছাত্রী থাকে। হয়তো আমি কখনোই কারও প্রিয় হতে পারিনি। আমি কখনোই ছবি পাওয়ার জন্য কারও প্রিয় হতে চাইনি। কিন্তু এটাই যখন প্রতিষ্ঠিত আর একমাত্র নিয়ম হয়ে দাঁড়ায়, তখন সেটা একটা সামাজিক ব্যাধি হিসেবে ধরা পড়ে। বলিউডে এমন অনেকেই আছেন, যোগ্যতার চেয়ে তাঁরা অনেক বেশি পেয়েছেন। আর তাঁদের চেয়ে কয়েক শ গুণ বেশি মানুষ আছেন, যাঁদের মেধা, সততা আর প্রচেষ্টার কোনো মূল্যায়ন হয়নি। তাঁরাও আমার মতো কারও প্রিয় হতে পারেননি। মেরুদণ্ড সোজা রেখে, মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছেন। তবে এমন অনেকেই আছেন, যাঁরা এই বেলা “স্বজনপ্রীতি” “স্বজনপ্রীতি” করে চেঁচিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছেন। এটাও কোনো সুস্থ চর্চা নয়।’দিয়া মির্জা।
দিয়া মির্জা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ কচুয়ায় বিশ গ্রামের মুসল্লীদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত ফরিদগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীর রোষানলে এক ঠিকাদার মাদ্রাসা ও ব্যবসায়ীদের উদ্যোগ মাহফিল সম্পন্ন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে আমন ধানের সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন মতলব উত্তরে পাটের ফলন কম হলেও দামে খুশি কৃষক মানুষটার শরীর দেখে বুয়েটের অবরারের কথা বারবার মনে পড়েছে : সারজিস বন্যায় হাজীগঞ্জে ৫২ কোটি টাকার ক্ষতি : বেশি ক্ষতি মৎস্য খাতে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক