শেখ সিটি শপিং কমপ্লেক্সে পঞ্চম দিনের বিজয়ীর নাম্বার ৩১২১
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
পঞ্চম দিনের বিজয়ী কূপনের নাম্বার ৩১২১।
জেলার মধ্যমণি হাজীগঞ্জ বাজার। এই বাজারে ক্রেতাদের সুবিধা দিতে মার্কেট মালিকপক্ষ ও ব্যবসায়ীদের আছে সমন্বয়। সেই লক্ষ্য প্রতিয়মান হাজীগঞ্জ বাজারে শেখ সিটি শপিং কমপ্লেক্স।
‘স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করুন’- স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য লাকী কুপন এর আয়োজন করেছে কর্তৃপক্ষ।
শনিবার থেকে ঈদের রাত পর্যন্ত প্রতিদিন থাকছে একটি করে স্মার্টফোন উপহার। প্রতিদিনের মতো আজ দুপুরে চতুর্থ দিনের বিজয়ীর হাতে মোবাইল তুলে দেন মার্ট কর্তৃপক্ষ।
এদিকে পঞ্চম দিনের বিজয়ী শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকার ফিরোজ।